Google search engine

সাগরে ৩০০ জেলেসহ নিখোঁজ ২০ ট্রলার

তিন শ জেলেসহ বরগুনার ২০টি মাছ ধরার ট্রলার গভীর বঙ্গোপসাগরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পাথরঘাটা উপজেলার জেলেপল্লীতে উৎকন্ঠ বিরাজ করছে।

জানা গেছে, মাছ ধরতে জেলার প্রায় দেড় হাজার ট্রলার সাগরে যায়। এখন সবকটা ট্রলার তীরে ফিরলেও ২০টি ট্রলারের খোঁজ মিলছে না।

আজ শুক্রবার জেলা ট্রলার মালিক সমিতির নেতারা জানান, জেলার প্রায় দেড় হাজার মাছ ধরার ট্রলার সাগরের মোহনা ও গভীর সাগরে মাছ শিকার করে।

বর্তমানে সব ট্রলার কিনারায় ফিরলেও ২০টি ট্রলারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাথরঘাটা উপজেলার ২০টি মাছ ধরার ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ঘটনায় জেলে পল্লীতে উদ্বেগ উৎকণ্টা বিরাজ করছে। আমরা তাদের সন্ধানের চেষ্টা চালাচ্ছি।

বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম বলেন, ট্রলারসহ জেলে নিখোঁজের বিষয়টি শুনেছেন। নিখোঁজদের সন্ধানে কোষ্টগার্ড, স্থানীয় প্রশাসন ও মৎস্য সমিতিকে নিদের্শ দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ