পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ে বসবাসকারিদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কারণে নগরীর বিভিন্ন পাহাড়ে বসবাসকারিদের সতর্ক করা হচ্ছে।
১৭ নভেম্বর, শুক্রবার সকাল থেকৈ চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আকবর শাহ এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ঝিল ও বিজয়নগর এলাকায় মাইকিং করা হচ্ছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি জেলা প্রশাসন সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে । তিনি বলেন, ঘূর্ণিঝড়ে পাহাড় ধসের আশঙ্কায় পাহাড় অধ্যুষিত এলাকার জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। এছাড়াও পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ইতিমধ্যে আমাদের কয়েকটি টিম নগরের বিভিন্ন স্থানে মাইকিং করেছে। আশ্রয়কেন্দ্রগুলো খোলা আছে। পাশাপাশি শুকনো খাবারসহ প্রয়োজনীয় ঔষধ এর ব্যবস্থা করা হয়েছে। যে কোনও দুর্যোগ মোকাবিলায় আমরা সকল পর্যায়ের প্রস্তুতি নিয়েছি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় বর্তমানে জেলা প্রশাসনের কাছে নগদ ২২ লাখ ৩০ হাজার টাকা, ত্রাণ কার্য (চাল) ২৪৪ টন, গো-খাদ্য ৬ লাখ ৮০ হাজার টাকা, শিশু খাদ্য ৬ লাখ ৮০ হাজার টাকা, শুকনো খাবার ৪৭২ ব্যাগ, কম্বল ১০০০ পিস এবং ওরস্যালাইন ৪৭ হাজার প্যাকেট মজুদ আছে।