Google search engine

আটকা পর্যটকদের আনতে সেন্টমার্টিনে ছুটলো পর্যটকবাহী জাহাজ

দুই দিন পর সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়েছে পর্যটকবাহী জাহাজ। এর আগে ঘূণিঝড় মিদিলি’র কারণে সকল প্রকার নৌ চলাচল বন্ধ ছিল। ফলে সেন্টমার্টিনে আটকা পড়েছিল প্রায় চার শতাধিক পর্যটক। সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ ছাড়ার খবরে স্বস্তির ফিরেছে পর্যটকদের মাঝে।

শনিবার (১৮ নভেম্বর) সকালে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ ও বারো আউলিয়া নামের দুটি পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়েছে।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় সমুদ্র বন্দর থেকে সর্তক সংকেত প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। শনিবার সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে কেয়ারি সিন্দবাদ ও বারো আউলিয়া নামের দুটি পর্যটক বাহী জাহাজ সেন্টমার্টিন উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর আগে ঘূর্ণিঝড় মিধিলির কারণে সেন্টমার্টিন ও টেকনাফে বৃহস্পতিবার থেকে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

- Advertisement -spot_img

সর্বশেষ