Google search engine

সিইসি বরাবর জাতীয় পার্টির চিঠি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। চিঠিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনীত প্রার্থী নির্বাচনে জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী ও নমুনা সইয়ের বিষয়ে সিইসিকে জানিয়েছে দলটি।

১৮ নভেম্বর, শনিবার জাতীয় পার্টি (জাপা) থেকে সিইসি’র বরাবর এই চিঠি দেওয়া হয়।

জাপার সূত্র জানায়, জাতীয় পার্টির (নিবন্ধন নং-১২) পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরপিও এর আর্টিকেল ১২ (৩ এ) (বি) এবং ১৬-এর (২)(৩) অনুযায়ী সংসদ সদস্য পদে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী নির্বাচনে জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন— জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

- Advertisement -spot_img

সর্বশেষ