Google search engine

বগুড়ায় পেট্রোল ঢেলে ট্রাকে আগুন

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

১৯ নভেম্বর. শনিবার দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ বন্দরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

ট্রাক মালিক মো. আব্দুল করিম জানান, শনিবার রাতে ঘোড়াধাপ বন্দরে ট্রাক পার্কিং করে বাড়িতে ঘুমাতে যাই। পরে গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে দেখি ট্রাকে আগুন জ্বলছে। দুর্বৃত্তরা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক তয়ন কুমার মণ্ডল জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। যারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

- Advertisement -spot_img

সর্বশেষ