Google search engine

দিনদুপুরে মিরপুরে বাসে আগুন

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কেউ হতাহত হয়নি।

২০ নভেম্বর, সোমবার বেলা আড়াইটায় বাসটিতে আগুন দেওয়া হয়। বাসে আগুনের খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, তবে কেউ হতাহত হয়নি।

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গতকাল রোববার থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ১৮টি যানবাহনে আগুন লাগানো হয়েছে।

ফায়ার সার্ভিসের পাঠানো বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, ঢাকা মহানগরে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ৯টি বাস, ১টি কাভার্ড ভ্যান, ৬টি ট্রাক, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১টি ট্রেন (৩টি বগি) পুড়ে যায়।

- Advertisement -spot_img

সর্বশেষ