Google search engine

মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।

ককটেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস।

তিনি জানান, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের বাসা লক্ষ্য করে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। অপর একটি ককটেল অবিস্ফোরিত থাকে। এ সময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মির্জা আব্বাসের নিরাপত্তা কর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেল নিয়ে দুজন আরোহী দ্রুত চলে যায়।

দিদার আরও বলেন, নিরাপত্তাকর্মীরা বাসার গেটের সামনে ইউনিফর্ম পরা ৬-৮ জন পুলিশকে অবস্থান করতে দেখেন। মোটরসাইকেল আরোহী ও ককটেল নিক্ষেপের ঘটনাটি পুলিশের কাছে জানতে চাইলে এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।

- Advertisement -spot_img

সর্বশেষ