Google search engine

ভরদুপুরে বাসে আগুন

ভরদুপুরে রাজধানীর বিজয়নগর মোড়ে আজমেরী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

২৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসটিতে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন‘ বিজয়নগর মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

একই দিন সকাল ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় দুটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে পেট্টোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

- Advertisement -spot_img

সর্বশেষ