Google search engine

খাগড়াছড়িতে কাঠব্যবসায়ী অপহরণের ঘটনায় আটক ৩

খাগড়াছড়িতে কাঠ ব্যবসায়ী রাসেল অপহরণের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছে। চট্টগ্রাম ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানান খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর।

খাগড়াছড়ি সদর থানার ওসি তানভির হাসান জানান, আটক আসামিদের মধ্যে মিয়া ধন চাকমা (২৭) ও তার স্ত্রী সন্ধ্যা চাকমাকে (২৪) চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে এবং ধনঞ্জয় চাকমাকে (৫৫) জেলার দীঘিনালা থেকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবদেন করা হয়েছে।

অপরদিকে আজ (বৃহস্পতিবার) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গ্রেফতারকৃতদের তথ্যের উপর ভিত্তি কর অপহৃত রাসেলকে উদ্ধারের চেষ্টা চলছে । জুয়া খেলায় লেনদেন বিষয়ক সূত্রের জের ধরে কাঠ ব্যবসায়ী রাসেলকে অপহরণ করা হয়।

- Advertisement -spot_img

সর্বশেষ