নগরের ইপিজেড এলাকায় বেপরোয়া কাভার্ডভ্যানের চাপায় লেমন চাকমা (২৬) নাকে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আব্দুল ইমন (২০), মুরেল চাকমা (২৪) নামে আরও দুই জন আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৩ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে ইপিজেড থানাধীন ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত তিনজন গার্মেন্টস কর্মীকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে লেমন চাকমা নামে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজন দুইজন হাসপাতালের ভর্তি রয়েছেন।
দুপুরে খেতে যাওয়ার সময় রাস্তায় ওই কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয় বলে আনায়নকারীরা জানিয়েছে বলেও জানান তিনি।