Google search engine

নৌকার মাঝি হতে চান রূপালী পর্দার তারকারা

মাঝি বৈঠা ধররে- ছবিতে নয়, এখন খোদ ক্যামেরাবন্দী ছাড়া সশরীরে নৌকার মাঝি হতে চান রূপালী পর্দার তারকারা। এমপির টিকিট পেতে ইতোমধ্যে মনোনয়ন ফরমও কিনেছে তারকারা। এখন শুধু বাংলাদেশ আওয়ামী লীগের হাইকমাণ্ডের সবুজ সিগন্যালের অপেক্ষা। এক সময় এই তারকারা ভোটে প্রচার-প্রচারণায় নৌকা প্রার্থীর পক্ষে মাঠ দাপিয়ে বেড়িয়েছিল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকারা ছাড়াও রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার, ব্যবসায়ী, সরকারি উর্ধ্বতস কর্মকর্তা ও চেয়ারম্যান।

চলচ্চিত্র-টেলিভিশনের যেসব তারকা আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন তাদের মধ্যে আছেন রোকেয়া প্রাচী, চিত্রনায়ক ফেরদৌস, নায়ক মাসুম পারভেজ রুবেল, শাকিল খান, চিত্রনায়িকা মাহিয়া মাহি, ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সামসুন নাহার সিমলা। অভিনেত্রী শমী কায়সার, অভিনেতা সিদ্দিকুর রহমান, কণ্ঠশিল্পী এসডি রুবেলও আছেন এই দৌড়ে।

ফেনী-৩ আসনের ফরম তুলেছেন অভিনেত্রী শমী কায়সার। এছাড়া সাবেক সংস্কৃতিমন্ত্রী অভিনেতা আসাদুজ্জামান নূরও ফরম কিনেছেন। সংরক্ষিত নারী আসন-১৫ এর বর্তমান সংসদ সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ বেগমও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

পাবনা-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান, যিনি চলচ্চিত্র প্রযোজক হিসেবেও পরিচিতি। তার প্রযোজিত শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’ গেল ঈদে ব্যবসাসফল হয়েছে।

দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। তিনিই প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ফরম বিক্রি ও জমা নেওয়ার এই কার্যক্রম চলে ১৮ নভেম্বর বিকাল পর্যন্ত। এরপর বৃহস্পতিবার থেকে প্রার্থী চূড়ান্ত করার কাজ শুরু করেছে আওয়ামী লীগ। ২৫ নভেম্বর সব আসনে চূড়ান্ত প্রার্থীদের জানা যাবে।

- Advertisement -spot_img

সর্বশেষ