Google search engine

৪ বিভাগে আ. লীগে আসতে পারে অনেক নতুন মুখ

চার বিভাগে র বেশ কিছু আসনে আওয়ামী লীগে নতুন মুখ আসছে। তাদের মধ্যে অনেকেই এবার প্রথমবার ভোট করতে যাচ্ছেন। আওয়ামী লীগের দলীয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে। দলের প্রার্থী চূড়ান্ত করার জন্য মনোনয়ন বোর্ড গতকাল কোথায় বৈঠক করেছে এবং কোন কোন বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে, বিষয়টি গোপন রেখেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে ধানমন্ডিতে দলীয় প্রধান শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, বিভাগ বললে নাম জানার জন্য নেতারা পীড়াপীড়ি করেন। এ জন্যই কিছুটা গোপনীয়তা।

তবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যদের ঘনিষ্ঠরা বেশ কিছু আসনে পরিবর্তনের বিষয়ে কথা বলছেন। দলের নেতারাও নতুন যেসব মুখ আসতে পারে, সেগুলো নিয়ে দিনভর আলোচনা করেছেন। এসব সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গতকাল বরিশাল জেলায় দুটি আসনে পরিবর্তনের আভাস এসেছে। এর মধ্যে একটি আসনে কেন্দ্রীয় কমিটির একজন নারী নেত্রী মনোনয়ন পাচ্ছেন। বরিশালের আরেকটি আসনে ছাত্রলীগের একজন সাবেক নেতার জায়গায় জেলা আওয়ামী লীগের একজন নেতাকে বেছে নেওয়া হয়েছে।

এদিকে খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা বিভাগেরও কিছু আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের বৈঠক হয়।

এর আগের দিন রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থিতা চূড়ান্ত করার পর দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আগামীকাল রোববার সকাল ১০টায় গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। অন্যদিকে দলটির সূত্রগুলো জানিয়েছে, রোববারই ৩০০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে।

যশোরে একটি আসনে সাবেক একজন সেনা কর্মকর্তা বাদ পড়েছেন বলে জানা গেছে। ওই আসনে মনোনয়ন বোর্ডের একজন সদস্যের মেয়ের জামাইকে বেছে নেওয়ার কথা এসেছে। ময়মনসিংহে একজন তরুণ সংসদ সদস্যের বাদ পড়ার কথা আলোচনা আছে। তবে তাঁর জায়গায় কে পাচ্ছেন, সেটা জানা যায়নি। জামালপুরে সাবেক এক শীর্ষ আমলা পাচ্ছেন—এটাও নিশ্চিত হয়েছে। ওই জেলার আরেকটি আসনে টানা বহুবারের একজন সংসদ সদস্যের বাদ পড়ার কথা শোনা যাচ্ছে।

- Advertisement -spot_img

সর্বশেষ