Google search engine

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ঘণীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটির নাম হবে ‘মিগজাউম’। নামটি দিয়েছে মিয়ানমার।

২৫ নভেম্বর, শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৭ নভেম্বরের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাস বলছে, আজ সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাত ও দিনের তাপমাত্রা।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট সবশেষ ঘূর্ণিঝড়ের নাম ছিল ‘মিধিলি’, যা মালদ্বীপের দেওয়া নাম। গত ১৭ নভেম্বর ৮৮ কিলোমিটার গতিতে উপকূলে আঘাত হানে এটি। কয়েকজনের মৃত্যু হয়। এতে গাছপালা ও ফসলের ক্ষতি হয়।

- Advertisement -spot_img

সর্বশেষ