Google search engine

কর্নেহাটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, ২০ হাজার ইয়াবসহ আটক ২

চট্টগ্রামের কর্নেলহাটে চেকপোস্ট বসিয়ে পুলিশের তল্লাশিকালে মোহাম্মদ ফয়সাল উদ্দীন (২৫) ও শহীদুল ইসলাম ওরফে শহীদ (২১) নামের দুই যুবকের কাছে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়ার তথ্য জানিয়েছে আকবরশাহ থানা।

২৫ নভেম্বর, শনিবার এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার দিনগত রাত ১০টার দিকে আকবরশাহ্ থানার কর্নেলহাট মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতার দুইজন মাদককারবারি।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়ালি উদ্দীন আকবর বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম নগরীর প্রবেশ মুখ সিটি গেইট এলাকার চেকপোস্ট বসানো হয়। সেখানে তল্লাশিকালে দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন ওসি।

- Advertisement -spot_img

সর্বশেষ