সকল জল্পনাকল্পনা শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ আসনে নেীকার টিকিট প্রাপ্তির তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তালিকার মধ্যে অনেকে বাদ পড়েছেন। চট্টগ্রাম-১ আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল নৌকার টিকিট পেয়েছেন। অপরদিকে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বাদ পড়েছেন। আসনটিতে নৌকার টিকিট পেয়েছেন খদিজাতুল আনোয়ার সনি।
২৬ নভেম্বর, রবিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
চট্টগ্রাম-৩ স্বন্দ্বীপ আসনে নৌকার টিকিট পেয়েছেন মাহফুজুর রহমান মিতা ও চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে নৌকার টিকিট পেয়েনে প্রয়াত আবুল কাসেম মাস্টারের ছেলে এসএম আল মামুন।
চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বাদ পড়েছেন। এবারে নতুন মুখ হিসেবে নৌকার টিকিট পেয়েছেন আবদুস সালাম। চট্টগ্রাম-৬ হাটহাজারী আসনে নৌকার টিকিট পেয়েছেন ফজলে করিম চৌধুরী।
এদিকে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে ড. হাছান মাহমুদ ও চট্টগ্রাম-৮ বোয়ালখালীতে নোমান আল মাহমুদ নৌকার টিকিট পেয়েছেন।
অরদিকে চট্টগ্রাম-৯ কোতোয়ালি- বাকলিয়া আসনে মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম-১০ পাহাড়তলী-ডবলমুরিং আসনে মহিউদ্দীন বাচ্চু নৌকার টিকিট পেয়েছেন। চট্টগ্রাম- ১১ বন্দর-পতেঙ্গা আসনে এমএ লতিফকে এবারও নৌকার টিকিট দেওয়া হয়েছে।
পরিবর্তন আনা হয়েছে চট্টগ্রাম-১২ পটিয়া আসনে। এবার শামসুল হক চৌধুরীকে ছাপিয়ে নতুন মুখ মোতাহেরুল ইসলাম চৌধুরী নৌকার টিকিট পেয়েছেন।
চট্টগ্রাম -১৩ আনোয়ারা-কর্ণফুলীতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও চট্টগ্রাম-১৪ চন্দনাইশে নজরুল ইসলাম নৌকার টিকিট পেয়েছেন।
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া- লোহাগাড়া আসনে আবু রেজা মোহাম্মদ নদবী ও চট্টগ্রাম-১৬ বাঁশখালীতে আবারও মোস্তাফিজুর রহমান নৌকার টিকিট পেয়েছেন।