Google search engine

চট্টগ্রামে নৌকার টিকিট পেলেন যারা

সকল জল্পনাকল্পনা শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ আসনে নেীকার টিকিট প্রাপ্তির তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তালিকার মধ্যে অনেকে বাদ পড়েছেন। চট্টগ্রাম-১ আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল নৌকার টিকিট পেয়েছেন। অপরদিকে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বাদ পড়েছেন। আসনটিতে নৌকার টিকিট পেয়েছেন খদিজাতুল আনোয়ার সনি।

২৬ নভেম্বর, রবিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চট্টগ্রাম-৩ স্বন্দ্বীপ আসনে নৌকার টিকিট পেয়েছেন মাহফুজুর রহমান মিতা ও চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে নৌকার টিকিট পেয়েনে প্রয়াত আবুল কাসেম মাস্টারের ছেলে এসএম আল মামুন।

চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বাদ পড়েছেন। এবারে নতুন মুখ হিসেবে নৌকার টিকিট পেয়েছেন আবদুস সালাম। চট্টগ্রাম-৬ হাটহাজারী আসনে নৌকার টিকিট পেয়েছেন ফজলে করিম চৌধুরী।

এদিকে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে ড. হাছান মাহমুদ ও চট্টগ্রাম-৮ বোয়ালখালীতে নোমান আল মাহমুদ নৌকার টিকিট পেয়েছেন।

অরদিকে চট্টগ্রাম-৯ কোতোয়ালি- বাকলিয়া আসনে মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম-১০ পাহাড়তলী-ডবলমুরিং আসনে মহিউদ্দীন বাচ্চু নৌকার টিকিট পেয়েছেন। চট্টগ্রাম- ১১ বন্দর-পতেঙ্গা আসনে এমএ লতিফকে এবারও নৌকার টিকিট দেওয়া হয়েছে।

পরিবর্তন আনা হয়েছে চট্টগ্রাম-১২ পটিয়া আসনে। এবার শামসুল হক চৌধুরীকে ছাপিয়ে নতুন মুখ মোতাহেরুল ইসলাম চৌধুরী নৌকার টিকিট পেয়েছেন।

চট্টগ্রাম -১৩ আনোয়ারা-কর্ণফুলীতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও চট্টগ্রাম-১৪ চন্দনাইশে নজরুল ইসলাম নৌকার টিকিট পেয়েছেন।

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া- লোহাগাড়া আসনে আবু রেজা মোহাম্মদ নদবী ও চট্টগ্রাম-১৬ বাঁশখালীতে আবারও মোস্তাফিজুর রহমান নৌকার টিকিট পেয়েছেন।

- Advertisement -spot_img

সর্বশেষ