Google search engine

খাগড়াছড়িতে নৌকার মাঝি কুজেন্দ্র লাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য খাগড়াছড়ির এক মাত্র আসনে আবারো নৌকার টিকিট পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রতিমন্ত্রীয় পদমর্যাদায় ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন ৯ জন। এরপর থেকেই খাগড়াছড়িতে কে হচ্ছেন নৌকার মাঝি এ নিয়ে চায়ের টেবিল থেকে অফিস পাড়া আলোচনার ঝড় ওঠে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরাতেই আস্থা রাখে আওয়ামী লীগ।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

টানা তৃতীয়বারের মতো কুজেন্দ্র লাল ত্রিপুরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১ জন। গত বারের চেয়ে ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন।

- Advertisement -spot_img

সর্বশেষ