Google search engine

৪৭ বছর বয়সে ঘর বাঁধলেন রণদীপ হুডা

বলিউড অভিনেতা রণদীপ হুডা ৪৭ বছর বয়সে বিয়ে করছেন। আগামী ২৯ নভেম্বর বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন অভিনেতা রণদীপ হুডা ও লিন লাইশরাম। ইনস্টাগ্রামে নিজ একাউন্টে করা এক পোস্টে বিষয়টি জানিয়েছেন এই অভিনেতা।

ইনস্টাগ্রামে একটি কার্ড পোস্ট করেছেন রণদীপ হুডা। যেখানে লেখা আছে, “মহাভারতের একটি পাতা বের করে যেখানে অর্জুন মণিপুরী যোদ্ধা রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন, আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের আশীর্বাদ নিয়ে সেখানে বিয়ে করছি”।

“আমাদের বিয়ে ২৯ নভেম্বর, ২০২৩ তারিখে, ইমফল, মণিপুরে। মুম্বাইতে একটি সংবর্ধনা অনুষ্ঠিত হবে। আমাদের এই যাত্রায়, সংস্কৃতির এই মিলনের জন্য আমরা আপনার আশীর্বাদ এবং ভালবাসা চাই। যার জন্য আমরা চিরকাল ঋণী এবং কৃতজ্ঞ থাকবো”।

ইকোনমিক টাইমস জানিয়েছে, হুডা-লিন জুটির সম্পর্ক বেশ কিছুদিন ধরেই চলছিল। ৩৭ বছরের একজন মডেল-অভিনেতা এবং একজন ব্যবসায়ী। তিনি ‘মেরি কম’, ‘রেঙ্গুন’ এবং সম্প্রতি ‘জানে জান’ এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

হুদাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সার্জেন্ট’ সিনেমায়। তার অভিনীত ‘স্বাধীন বীর সাভারকর’ নামে একটি সিনেমা সামনে মুক্তি পাবে। সিনেমাটি তিনি নিজেই পরিচালনা করেছেন।

- Advertisement -spot_img

সর্বশেষ