Google search engine

নগরীর আরএস টাওয়ারে যুবক হত্যা, আটক ৩

চট্টগ্রামে সুমন সাহা (৪৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আজ মঙ্গলবার অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় ব্যাচেলর হিসেবে থাকতেন সুমন।

গতকাল সোমবার রাত ১১টার দিকে নগরীর রিয়াজউদ্দিন বাজারের আব্দুল্লাহ সিদ্দিকী রোডের আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা বলেন, ‘আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় ব্যাচেলর হিসেবে থাকতেন সুমন। রাতে তার বাসায় গিয়ে কিছু লোক তাকে পেটায়। এতে তার মৃত্যু হয়। শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। পাওনা টাকার বিরোধ নিয়ে এই ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

- Advertisement -spot_img

সর্বশেষ