নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে মো. আরিফ হোসেন (২৮) নামে এক চোরকে চোরাই অটোরিকশাসহ আটক করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাতে রফিক স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়।
চান্দঁগাও থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান সোহেল রানা বলেন, সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে অভিযান চালিয়ে চোরাই সিএনজি অটোরিকশাসহ মো. আরিফকে আটক করা হয়। চোরাই সিএনজি অটোরিকশাটি বিক্রির জন্য আরিফ কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবস্থান করেছিলেন।