সেমিফাইনালের লক্ষ্য নিয়ে ভারত বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিতে ব্যর্থ আসরই শেষ করেছে দলটি। ৮ম স্থানে থেকে শেষ করে কোনোমতে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিত করে। দলের এমন ভরাডুবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও সমালোচনা হয়। এবার বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত কমিটি করবে বিসিবি। আজ বুধবার বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তিন সদস্যের তদন্ত কমিটির কথা জানিয়েছে।
বিসিবির দেওয়া তিন সদস্যের এই কমিটিতে আছেন সংস্থাটির তিন পরিচালক এনায়েত হোসেন সিরাজ, মাহবুবুল আনাম এবং আকরাম খান। আহ্বায়ক হিসেবে কমিটিতে এনায়েত হোসেন সিরাজ থাকবেন।
তিন সদস্যের এই কমিটির উদ্দেশ্য, তারা বিশ্বকাপ ২০২৩ দলের দুর্বল পারফরম্যান্সের পেছনের মূল কারণগুলো যাচাই করবে এবং এটি পরবর্তীতে বোর্ডের কাছে ফলাফল উপস্থাপন করবে।
বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ মিশনের ব্যাখা বিসিবির কাছে ইতোমধ্যে পেশ করেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসান। একইসঙ্গে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও দিয়েছেন ব্যাখ্যা।