Google search engine

মনোনয়নপত্র জমা দিলেন নৌকা প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২৯ নভেম্বর, বুধবার বিকেলে খাগড়াছড়ির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামানের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন তিনি।

পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

খাগড়াছড়ি আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেও এখনও জমা দেননি।

 

- Advertisement -spot_img

সর্বশেষ