Google search engine

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কাভার্ড ভ্যানে আগুন

গাজীপুর ঢাকা বাইপাস মহাসড়কে ককটেল বিস্ফোরণ করে দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায় লাবিব গ্রুপ ও ডিবিএল নামের তৈরি পোশাক কারখানায় ব্যবহৃত ওই দুটি কাভার্ড ভ্যানের গতিরোধ করে। একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পেট্রোল নিক্ষেপ করে গাড়ি দুটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

৩০ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের খবর আসেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো ট-১৩-০০৬৪) ও (ঢাকা মেট্রো উ- ১১-১৯২১) আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ড ভ্যান দুটির সামনের অংশ পুড়ে গেছে; তবে কেউ হতাহত হয়নি।’

কাশিমপুর ডিবিএল গ্রুপের কাভার্ড ভ্যান চালক খাদেমুল ইসলাম বলেন, ‘কাশিমপুর থেকে গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। সকাল সোয়া ছয়টার দিকে সাত-আটটি মোটরসাইকেলে যুবকরা এসে আমার কাভার্ড ভ্যানের গতিরোধ করেন। আমি গাড়ি থামালে তারা ইট-পাটকেল ছুড়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে ফেলেন। একপর্যায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তারা। ভাঙা কাঁচের আঘাতে আমার হাত কেটে গেছে।’

গাছা থানার ওসি শাহ আলম বলেন, ‘সকালে কে বা কারা দুটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে পালিয়ে যান। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

- Advertisement -spot_img

সর্বশেষ