Google search engine

সীতাকুণ্ডে পিকআপ ভ্যান চাপায় বৃদ্ধের মৃত্যু

সীতাকুণ্ডে মহাসড়ক পারাপারের সময় পিকআপ ভ্যান চাপায় নুরুল আলম (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নুরুল আলম বারৈয়াঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামের মৃত কবির আহম্মেদের ছেলে।

৩০ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বারৈয়াঢালা বাজারের পাশে মহাসড়ক পার হওয়ার সময় বৃদ্ধ নুরুল আলমকে (৮০) ঢাকামুখী একটি পিকআপ ভ্যান চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

কুমিরা পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী পিকআপ বৃদ্ধ নুরুল আলমকে চাপা দিয়ে চলে যায়। সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -spot_img

সর্বশেষ