মিরসরাইয়ে কথা কাটাকাটির জেরে জিয়াউল হাসান (২০) নামের এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছে। সে মিঠানালা ইউনিয়নের হাদিমুছা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।
মিরসরাই থানা পুলিশ জানায়, জিয়াউল হাসান ছাত্রলীগের রাজনীতি করতো। পাশাপাশি ভবন নির্মাণসামগ্রী সরবরাহ করতো। দারোগারহাট বাজার থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন যুবকের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে কুপিয়ে ও বুকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের রাজাপুর নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. ফাহিম জালাল বলেন, রাত ১১টার দিকে মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। তার বাম পা হাঁটুর নিচে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। বুকের বাম পাশে গভীর ক্ষত দেখা গেছে।
মিরসরাই থানার ওসি (তদন্ত) দীপ্তেশ রায় বলেন, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।