Google search engine

নিউজিল্যান্ডকে ৩৩২ রানের টার্গেট বাংলাদেশের

বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে চেয়েছিলেন শরিফুল ইসলাম। লাইন মিস করে স্টাম্প হন তিনি। গুটিয়ে যায় বাংলাদেশ। এতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সিলেটে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিতে পেরেছে স্বাগতিকরা.

প্রথম ইনিংসে ৩১০ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ সফরকারীদের থামায় ৩১৭ রানে।

৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিং শুরু করা স্বাগতিকরা এবার অধিনায়ক নাজমুল হোসেনের সেঞ্চুরিতে তুলেছে ৩৩৮ রান করেছে। ফলে লিড পেয়েছে ৩৩১ রানের। এই রানের মধ্যে নিউজিল্যান্ডকে অলআউট করতে সাড়ে চার সেশনের মতো সময় পাচ্ছে বাংলাদেশ দল।

টেস্টের চতুর্থ দিনে আজ ৩০১ রানের লিডে ৭ উইকেটে ৩০৮ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে বাংলাদেশ।

মেহেদী হাসান মিরাজ ৩২ ও নাঈম হাসান ৩ রান নিয়ে ব্যাট করতে নামেন। তবে দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারে ১ রান যোগ করে ইশ সোধির বলে আউট হন নাঈম। প্যাটেলের করা পরের ওভারে ফেরেন তাইজুল ইসলাম। রানের খাতা খুলতে পারেননি এই বাঁহাতি।

নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য বাড়াতে শেষ উইকেট জুটিতে শরিফুল ইসলামকে নিয়ে ব্যাট চালিয়ে খেলেন মিরাজ। ৭৬ বলে তুলে নেন ফিফটি। তবে ১০ রান করা শরিফুল ধৈর্য্য হারিয়ে আউট হলে ভাঙে ২৬ রানের জুটি। এতে ৩৩৮ রানে থামে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন এজাজ প্যাটেল।

এর আগে ৩ উইকেটে ২১২ রানে আজ চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। সকালের সেশনে ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে তোলে ৯৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান নাজমুলের। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।

- Advertisement -spot_img

সর্বশেষ