রংপুর নগরীর মুছিরমোড় বটতলা এলাকায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন হাজীরহাট থানা পুলিশ।
রবিবার (০৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) আবু মারুফ হোসেন।
তিনি জানান, ‘নগরীর হাজিরহাট থানাধীন এলাকায় ছাগল চুরির অভিযোগ এনে এক নারীকে তার স্বামীসহ তুলে নিয়ে যায় ওই এলাকার কয়েকজন যুবক। পরে গভীর রাতে একটি টিনের চালায় স্বামীকে বেঁধে রেখে রানা হাফিজুলের নেতৃত্বে দলবদ্ধ ধর্ষণ করে আরো ছয় যুবক। পরে ভুক্তভোগী ওই নারী হাজিরহাট থানায় অভিযোগ করলে পাঁচ ধর্ষণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।’
তিনি আরো জানান, ‘তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ রানা মিয়া, হাফিজুল ইসলাম, আলমগীর হোসেন, সামসুল ইসলাম ও বুলু মিয়াকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী ওই নারীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিকটিম সাপোর্ট সেন্টারে ভর্তি করা হয়েছে।
’
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) আবু মারুফ হোসেন জানান, ‘এ বিষয়ে মেট্রোপলিটন হাজিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।’