নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর কাছে ব্যাখা চেয়েছেন আদালত। মনোনয়নপত্র জমা দেয়াকালিন সময় গাড়িতে সরকারি পতাকা ও সামনে পুলিশ প্রটোকল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়-চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আসার অভিযোগ আনা হয়। আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রেববিার (০৩ ডিসেম্বর) স্বশরীরের হুইপ সামশুল হক আদালতে উপস্থিত হয়ে ব্যাখা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তাঁর পক্ষে আইনজীবী ও ভাগনে লোকমান খান দুপুর সাড়ে ১২টার সময় আদালতে হাজির হয়ে সময়ের আবেদন জমা দিয়েছেন।
সামশুল হক চৌধুরী এমপি স্বাক্ষরিত সময়ের আবেদনে বলা হয়েছে,আপনার প্রেরিত গত ০১/১২/২০২৩ইং তারিখের কারন দর্শানো নোটিশের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আমি নিম্ন স্বাক্ষরকারী বর্তমানে মহান জাতীয় সংসদের হুইপ হিসেবে কর্মরত আছি। আমি বর্তমানে গুরুত্বপূর্ণ কাজে গত ২ দিন যাবত ঢাকায় অবস্থান করায় অদ্য ০৩/১২/২০২৩ইং তারিখে ব্যাক্তিগতভাবে অনুসন্ধান কমিটির সামনে উপস্থিত হতে পারছি না মর্মে আগামি ৫/১২/২০২৩ইং তারিখ,দুপুর ২টায় ব্যক্তিগতভাবে আপনার সম্মুখে উপস্থিত হবার জন্য সময়ের অনুরোধ জানাচ্ছি।
শুনানি শেষে আদালত আগামী ৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দুইটার মধ্যে সামশুল হক চৌধুরীকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
পটিয়া সিনিয়র সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী অনি গুপ্ত বলেন, সামশুল হক চৌধুরী দপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করার কারণে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আদালতের শোকজের জবাব দিতে আজ (রোববার) উপস্থিত থাকতে পারেননি।
আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর দুইটার মধ্যে স্বশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।
সামশুল হক চৌধুরী এমপি’র আইনজীবী সাদ্দাম হোসেন বলেন,সামশুল হক চৌধুরী দপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করার কারনে নির্বাচনী আচরনবিধি ভঙ্গের দায়ে আদালতের শোকজের জবাব দিতে আজ (রবিবার) উপস্থিত থাকতে পারেননি। আমরা আজকে আবারও সময়ের আবেদন করেছি। আদালত আমাদের আবেদন মন্জুর করে আগামী ৫ ডিসেম্বর ২০২৩ তারিখ দুপুর দুইটার মধ্যে স্বশরীরে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।