চট্টগ্রামে বাসে আগিন দিয়েছ দুর্বৃত্তরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আকবরশাহ থানা এলাকায় আগুন দেয়ার ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক
জানান, বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে একরি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।