সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা ও ইউপি সদস্য জহিরুল ইসলামকে (৪৭) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে একদল দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে হত্যা করে।
নিহত জহিরুল ইসলাম ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। কয়েক বছর আগে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে মামুনের ডান হাত কেটে দেয়।এরপর থেকে তিনি হাত কাঁটা মামুন নামে পরিচিতি পান।
মামুন টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্য। তাঁর বিরুদ্ধে তিনটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ফরিদপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন সিকদারকে ২০১৬ সালের ১২ জুন প্রকাশ্যে হত্যা করা হয়। মামলায় মামুনের নাম আসায় যুবলীগের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
গ্রামপুলিশ আবদুর রহিম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে মামুন হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা করে। তিনি দৌড়ে সড়কের পাশে বাগানের মধ্যে ঢুকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে।
রহিম আরো জানান, সব কটি কোপ তাঁর মাথায় লাগে। এতে তার মগজ বের হয়ে যায়। হামলাকারীরা গুলি করলেও তা জহিরুলের গায়ে লাগেনি বলে জানান রহিম। গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে।
বাকেরগঞ্জ থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, স্থানীয় গ্রামপুলিশের মাধ্যমে খবর পেয়েছেন ইউপি সদস্য জহিরুল খুন হয়েছেন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।