Google search engine

শুরুতেই ২ উইকেট নেই, ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

শুরুতেই নেই ২ উইকেট। তারপর টিকলেন না মুমিনুল হক। নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর একরকম থেমে গিয়েছিল রানের চাকা। এজাজ প্যাটেলের ওভারে জোড়া চার মেরে তা ‘সচল’ করলেন মুশফিকুর রহিম।

পঞ্চদশ ওভারের শেষ বলে আউট হন শান্ত। এরপর টানা ৪ ওভার মেডেন করেন এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার। এজাজের করা বিশতম ওভারের তৃতীয় বলে অন ড্রাইভে চার মেরে ২৭ বলের রান খরা কাটান মুশফিক। একইসঙ্গে পূর্ণ হয় বাংলাদেশের পঞ্চাশ রান।

এক বল পর কভার পয়েন্ট দিয়ে দ্বিতীয় বাউন্ডারি মারেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান।

২১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৭ রান। মুশফিক ১০ রানে অপরাজিত। রানের খাতা খোলার অপেক্ষায় শাহাদাত হোসেন।

- Advertisement -spot_img

সর্বশেষ