ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাউন্ট মারাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিখোঁজ ৯ জন পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।
স্থানীয় সময় মঙ্গলবার উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু হলে মরদেহগুলো উদ্ধার করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি।
এর আগে রোববার (৩ ডিসেম্বর) পশ্চিম সুমাত্রার আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত শুরু হয়। তখন এ ঘটনায় ১১ জন পর্বতারোহী মারা যান এবং আরো ১০ জন নিখোঁজ ছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন যে, মঙ্গলবার বিকেলের মধ্যেই নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও আরও একজন নিখোঁজ রয়েছে এবং আহত আরো ১২ জন পর্বতারোহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তবে মারাপিতে ঘন ঘন অগ্ন্যুৎপাতের কারণে বার বার উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলছেন তারা।
মারাপির মনিটরিং পোস্টের প্রধান ও পর্যবেক্ষক আহমেদ রিফান্দি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন যে শুধুমাত্র মঙ্গলবারই পাঁচটি অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘মারাপি এখনো খুব সক্রিয় আগ্নেয়গিরি। মেঘের কারণে আমরা অগ্ন্যুৎপাতের উচ্চতা দেখতে পারিনি।’
এদিকে উদ্ধারকারীরা বিবিসিকে জানিয়েছেন যে, তারা নিখোঁজদের সন্ধানের জন্য আগ্নেয়গিরি শান্ত হওয়ার অপেক্ষা করছিল। নিখোঁজ একজন পর্বতারোহীর অনুসন্ধান আবার বুধবার শুরু হবে বলে জানান উদ্ধারকারীরা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায় ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। এর মধ্যে মাউন্ট মারাপি আগ্নেয়গিরিতে গতকাল অগ্নুৎপাত শুরু হয়। এ কারণে আশপাশের গ্রামগুলো ছাইয়ে ছেয়ে যায়।
অগ্ন্যুৎপাতের সময় ওই এলাকায় ৭৫ জন পর্বতারোহী ছিলেন। তাঁদের অধিকাংশকেই উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।