মবিল চুরি করে মওজুদ, পরে ক্রয়-বিক্রয় এমন দুই কারবারিকে গ্রেফতার করেছে ল্যাব। এসময় মওজুদকৃত ৩৩টি প্লাস্টিকের জারিকেনে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল এবং ৭টি জারিকেনে ২৮০ লিটার মবিল জব্দ করা হয়। নগীরর পতেঙ্গা থানাধীন সী-বিচ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। জব্দকৃত ডিজেল ও মবিলের মূল্য আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা বলেও জানায় সংস্থাটি।
র্যাবের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অভ্যাসগতভাবে অবৈধ উপায়ে বিভিন্ন জাহাজ, জ্বালানি বহনকারী লরি থেকে অকটেন, ডিজেল ও মবিল সংগ্রহ করে। পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ডিজেল এবং মবিলের আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
০৬ ডিসেম্বর, বুধবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে অভিযানে তারা গ্রেফতার হন।
গ্রেফতার দুজন হলেন, মো.সুলাইমান (২৯) ও মো. নেজাম (২৪)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, সী-বিচ এলাকায় একটি বসতঘরে চোরাই ডিজেল এবং মবিল ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেখানো মতে হেফাজতে থাকা অবৈধভাবে সংগ্রহকৃত ৩৩টি প্লাস্টিকের জারিকেনে ১ হাজার ৩৬০ লিটার ডিজেল এবং ৭টি জারিকেনে ২৮০ লিটার মবিল পাওয়া যায়।
তাদেরকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান নুরুল আবছার।