ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে টুনো মিয়া (৬০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, অসুস্থ অবস্থায় টুনো মিয়াকে গত ২১ নভেম্বর ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।