বৃষ্টি থামলেও মাঠ এখনো ভেজা। ভেজা আউটফিল্ডের কারণে তাই খেলা শুরু হতে দেরি হচ্ছে।
শুক্রবার বেলা ১১ টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করবেন, এরপর সিদ্ধান্ত জানাবেন।
দ্বিতীয় দিনের মতো আজও খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ১৫ মিনিটে। কিন্তু ওই সময় হালকা বৃষ্টি ঝরতে থাকায় পিচ কাভার দিয়ে ঢাকা ছিল।
৯টা ২০ মিনিট থেকে কাভার সরিয়ে মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়েছে।
দ্বিতীয় দিনের খেলা পুটোটাই বৃষ্টির পেটে গেছে। স্পিনারদের দাপটে প্রথম দিনে ১৫ উইকেট পড়ে। বাংলাদেশ ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর ৫ উইকেটে ৫৫ রান তুলে প্রথম দিন পার করে সফরকারী নিউজিল্যান্ড।