Google search engine

গাজায় অভিযানে নিজেদেরই গুলিতে ২ ইসরায়েলি বন্দি নিহত

গাজায় অভিযান চালানোর সময় নিজ দেশের সেনাদের গুলিতে নিহত হয়েছেন ২ ইসরায়েলি বন্দি। শনিবার (৯ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। খবর রয়টার্সের।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামাসের টানেল লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এ সময় দু’পক্ষেই ব্যাপক গোলাগুলি হয়। একপর্যায়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ যায় দুই বন্দির। বন্দি নিহত হওয়ার পরপরই ইসরায়েলি সেনারা পিছু হটে বলে জানায় হামাস। আর বাতিল করে অভিযান।

এর আগে, যুদ্ধবিরতির সময় কয়েক দফায় ইসরায়েলি বন্দিদের মুক্তি দেয় হামাস। এখনও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির কাছে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ