Google search engine

গাজার অর্ধেক জনসংখ্যা অনাহারে

হামাস-ইসরায়েলের মধ্যে চলতে থাকা যুদ্ধের কারণে গাজা ভূখণ্ডের অর্ধেক জনগোষ্ঠীই অনাহারে ভুগছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের একজন কর্মকর্তা।

গাজার পরিস্থিতি কতটা ভয়াবহ সেটি বোঝাতে গিয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) উপপরিচালক কার্ল স্কাউ বলেছেন, প্রয়োজনের তুলনায় ত্রাণসহায়তার ক্ষুদ্র অংশ সেখানে ঢুকতে পারছে, ফলে সেখানকার প্রতি দশজন বাসিন্দার নয়জনই প্রতিদিন খাবার পাচ্ছেন না।

তিনি বলেন, চলমান পরিস্থিতিতে গাজায় ত্রাণ সরবরাহ ‘প্রায় অসম্ভব‘ হয়ে পড়েছে।

গাজা থেকে হামাস সদস্যরা গত ৭ অক্টোবর কঠোর নিরাপত্তার সীমান্ত ভেদ করে ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালায়। এর পাল্টা জবাবে ইসরায়েল গাজার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়ে সেখানে টানা বিমান হামলা শুরু করে। সে সময় থেকেই গাজায় সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ কঠিন হয়ে পড়ে।

শুধু মিশরের সঙ্গে যুক্ত রাফাহ ক্রসিংই খোলা রয়েছে, যে পথে প্রতিদিন সীমিত ত্রাণ সহায়তা ঢুকছে গাজায়। সূত্র : বিবিসি

- Advertisement -spot_img

সর্বশেষ