দিনাজপুরে প্রচন্ড শীত ও হিমেল হাওয়া বইছে। বেড়েছে কুয়াশার ঘনত্বও। শীত ও হিমেল হাওয়ার কারণে বাড়ি থেকে বের হচ্ছে না খেটে খাওয়া মানুষ। সাধারণ যান চলাচও কমেছে। কুয়াশার ঘনত্বের কারণে দিনে হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলছে।
১০ ডিসেম্বর, সোমবার দিনাজপুরের তাপমাত্র রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, জেলায় শীত বাড়তে শুরু করেছে। প্রতিদিনই প্রায় তাপমাত্রা কমছে। আজ দিনাজপুরে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গতকাল ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
একদিনে প্রচণ্ড শীত অন্যদিকে ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে এই জনপদের জীবনযাত্রা।