Google search engine

ধানমণ্ডিতে যাত্রীবাহী বাসে আগুন

বিএনপির ডাকে চলা ৩৬ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর ধানমণ্ডিতে একটি যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, আমাদের কাছে খবর আসার পর দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

১৩ ডিসেম্বর,বুধবার সকাল সোয়া ৯টার দিকে ধানমণ্ডি-১৫ নম্বর সড়কে ‘কেয়ারি প্লাজার’ সামনে ‘রজনীগন্ধা পরিবহনের’ ওই বাসটিতে আগুন দেওয়া হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়।

গত ২৮ অক্টোবর নয়া পল্টনে মহাসমাবেশ সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যাওয়ার পর থেকে বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে।

বেশিরভাগ অবরোধ ৪৮ ঘণ্টার হলেও এবার দলটি ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে, যেটি মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে; চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এসব হরতাল-অবরোধ কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে এ পর্যন্ত ২৭০টি যানবাহনে আগুন দেওয়ার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।

- Advertisement -spot_img

সর্বশেষ