Google search engine

মাটিরাঙ্গায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হৃদয় ত্রিপুরা (৩৬) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মাটিরাঙ্গা ইউনিয়নের হাজাছরা এলাকার গহিন জঙ্গলে একটি অর্ধগলিত মরদেহ পড়ে আছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিন দিয়ে মোড়ানো মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। হৃদয় মাটিরাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজাছড়া এলাকার মৃত নর কুমার ত্রিপুরার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

১২ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, গত ৫ ডিসেম্বর মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল হৃদয়। তবে নিখোঁজের বিষয়ে কাউকে জানানো হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় নতুন পাড়া এলাকার গহিন জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img

সর্বশেষ