Google search engine

গাজীপুরে লাইনচ্যুত ট্রেন উদ্ধার কাজ চলছে

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন ও লাইনচ্যুত ৭ বগি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য কাজ শুরু করেছে রেলওয়ে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য দিয়েছেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানান,উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর রেললাইন সংস্কার ও উদ্ধার কাজ শুরু হয়েছে।

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে বনখড়িয়া ভাওয়াল রেল স্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়। গ্যাসকাটার দিয়ে রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে আসলাম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের আশপাশের স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

নিহত আসলাম ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা।

- Advertisement -spot_img

সর্বশেষ