Google search engine

সংসদের অচলাবস্থার অবসানে ভোট দিচ্ছে কুয়েতের জনগন

মঙ্গলবার কুয়েতের স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং চলবে রাত ৮টা পর্যন্ত। কুয়েতের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে আগামী বুধবার ফলাফল প্রকাশ করা হবে।

কুয়েতের ভোটাররা মাত্র এক দশকের মধ্যে সপ্তমবারের মতো সংসদ নির্বাচনে তাদের ভোট দিতে শুরু করেছে। বারবার রাজনৈতিক সংকট তৈরির কারনে দেশটির পার্লামেন্ট দুর্বল হয়ে পড়ায় সংস্কার কার্যক্রমগুলি আটকে গেছে।

প্রায় ৭ লক্ষ ৯৩ হাজারেরও বেশি যোগ্য ভোটার উপসাগরীয় আরব দেশটিতে ৫০ আসনের সংসদের আইন প্রণেতা নির্বাচন করার সুযোগ পাচ্ছে। যেখানে সরকারকে জবাবদিহি করার ক্ষমতা সহ একটি নির্বাচিত সংসদ রয়েছে।

এই নির্বাচনে মোট ২০৭ জন প্রার্থী আইন প্রণেতা হিসাবে চার বছরের মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা ১৯৯৬ সালের পর সাধারণ নির্বাচনে সর্বনিম্ন সংখ্যা। তাদের মধ্যে বিরোধী প্রার্থী ছাড়াও ১৩ জন মহিলা প্রার্থী রয়েছেন।

কুয়েতের আমির নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ ক্রমাগত রাজনৈতিক অচলাবস্থার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার পর গত মাসে ভোট আহ্বান করেছিলেন।

নির্বাচিত আইন প্রণেতা এবং মন্ত্রিসভার মধ্যে চলমান বিবাদের ফলে স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো সামাজিক পরিষেবাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারী দপ্তরগুলোর মধ্যে ক্রমাগত স্থবিরতা, আইন প্রণেতাদের অর্থনৈতিক সংস্কার আইন পাস করতে বাধা এবং বারবার বাজেট ঘাটতির কারণে দেশটির অর্থনীতিতে মন্দা দেখা দেয়।

অস্থিতিশীল পরিস্থিতির কারণে কুয়েতের পেট্রোলিয়াম শিল্পে বিনিয়োগকারীদের মধ্যেও অস্থিরতা দেখা দেয় যাদের হাতে রয়েছে বিশ্বের অপরিশোধিত মজুদ তেলের প্রায় সাত শতাংশ।

১৯৬২ সালে কুয়েতে সংসদীয় ব্যবস্থা গ্রহণ করার পর থেকে প্রায় এক ডজন বার সংসদ ভেঙে দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ