খাগড়াছড়ির পানছড়ি থেকে অপহৃত তিন ইউপিডিএফ সদস্যকে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধারর করে পানছড়ি থানায় নেওয়া হয়।
সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জানান, উদ্ধার হওয়া তিনজনকে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা অপহৃত তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।