Google search engine

মীরসরাইয়ে মধ্যরাতে আগুনে পুড়লো ৮ ব্যবসা প্রতিষ্ঠান

মীরসরাইয়ের মিঠাছরা বাজারে অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে পুড়েছে আনোয়ার হোসেনের মুদি দোকান, রফিকুল ইসলামের ডেকোরেটরের দোকান, খোকনের দুটি দোকান, সাইফুল ইসলামের লাইটিংয়ের দোকান, ফার্নিচার গোডাউন।

মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মিঠাছরা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে বাজারের অনেক দোকান রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

- Advertisement -spot_img

সর্বশেষ