Google search engine

রিলাক্স কিং বাসে মিলল ৪৬ হাজার ইয়াবা

কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স কিং নামে একটি বাস তল্লাশি করে ৪৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে ঢাকাগামী রিলাক্স কিং নামে একটি বাস আটক করে পুলিশ।

পরে বাসের যাত্রীদের মাথার ওপরে থাকা কেবিন লাইটের ভেতর (বাসের বডি ফিটিং) থেকে ৫টি বড় বান্ডেলে থাকা ছোট ছোট জিপার প্যাকেটে মোট ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকরা হলেন- ঝিনাইদহের মহেশপুরের আইনুদ্দিন শেখের ছেলে শরিফুল ইসলাম (৩৫), নেত্রকোনার সুশন দুর্গাপুরের হোসেন আলীর ছেলে মাইনুদ্দিন (৩০) ও গাজীপুরের টঙ্গী দত্তপাড়ার আশরাফুলের ছেলে সাইফুল ইসলাম (২৩)।

অভিযানের নেতৃত্ব দেয়া নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

- Advertisement -spot_img

সর্বশেষ