Google search engine

সৎমাকে হত্যা: ২৫ বছর পর র‌্যাবের হাতে ধরা

সৎমাকে হত্যার করে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৫ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন ছেলে বেলাল হোসেনের। সে চট্টগ্রামের ভূজপুর থানায় করা হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
কিন্তু গ্রেফতার থেকে রেহাই মিলল না তার।

শনিবার (১৬ ডিসেম্বর) নগরের বায়োজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকা থেকে র‌্যাবের হাতে ধরা পড়ে সেই বেলাল হোসেন (৫১)। গ্রেফতার বেলাল ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাংলাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আমিনুর রহমান।

র‍্যাব জানায়, ১৯৯৭ সালে সৎ মাকে হত্যার দায়ে আদালত বেলাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হত্যার পর থেকে পলাতক ছিলেন বেলাল।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বেলাল হোসেন নগরের বায়োজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় অবস্থান করছিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৫ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ