Google search engine

লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে ৬১ জনের মৃত্যু

লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে ৬১ জন অভিবাসীর মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। সেদেশের সমুদ্র উপকূলে অভিবাসী নৌকি ডুবির এটি ছিল সর্বশেষ ঘটনা। অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) শনিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

আইওএমের লিবিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়, লিবিয়ার উত্তর পশ্চিম উপকূলে বড় ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবে যাওয়ায় ‘অনেক অভিবাসীর’ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নৌকাটি লিবিয়ার জুওয়ারা থেকে ছেড়ে যাওয়ার পর এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়াদের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, নৌকাটিতে প্রায় ৮৬ জন অভিবাসী ছিল।

জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি হয়ে ইউরোপে পৌঁছানোর ক্ষেত্রে লিবিয়া ও তিউনিসিয়া হচ্ছে অভিবাসীদের প্রধান প্রস্থান পয়েন্ট।

আইওএম বলেছে, সর্বশেষ এ মর্মান্তিক ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই নাইজেরিয়া, গাম্বিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশ থেকে এসেছিল। এদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।
তারা আরো জানায়, এ ঘটনায় ২৫ জনকে উদ্ধার করে লিবিয়ার একটি আটক কেন্দ্রে পাঠানে হয়েছে।

আওএম অফিস জানিয়েছে, আইওএমের একটি দল তাদের চিকিৎসা সহায়তা দিচ্ছে এবং তারা সকলেই ভাল অবস্থায় রয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ