Google search engine

ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনে মিলল ৮২ লাখ টাকার ইয়াবা

ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৭ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব । এ সময় আবুল হাশেম সোহাগ (৩৮) নামের একজনকে আটক করা হয়। আটক সোহাগ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর বেতিয়ারা গ্রামের মো. আবিদ আলীর ছেলে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৮২ লাখ টাকা বলে জানায় র‌্যাব।

১৭ ডিসেম্বর, রবিবার ভোরে ফেনী শহরের মাইশা টাওয়ারের একটি ফ্ল্যাটের ইন্টেরিয়রে এসব ইয়াবা পাওয়া যায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদককারবারি ফেনী শহরের একটি ফ্ল্যাটে বেচাকেনার উদ্দেশ্যে মজুত করছে। পরে র‌্যাবের একটি দল মাইশা টাওয়ারের ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। এ সময় সোহাগকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে ফ্ল্যাটের কাঠের ইন্টেরিয়রের ভেতরে বিশেষভাবে রাখা এবং গ্যারেজে থাকা তার মাইক্রোবাস থেকে ২৭ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তার ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ জানান, দীর্ঘদিন ধরে সে কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা এনে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছেন।

ফেনী র‌্যাবের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবার বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ