Google search engine

বিভাগীয় কমিশনে প্রতীক নিতে প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক নিতে ঢাকা বিভাগীয় কমিশনে হাজির হচ্ছেন প্রার্থীরা।

১৮ ডিসেম্বর, সোমবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনের সম্মেলনকক্ষে তারা উপস্থিত হচ্ছেন।

তবে বিভাগীয় কমিশনের কোনো কর্মকর্তা এখনো সম্মেলনকক্ষে এসে উপস্থিত হননি। সকাল ৯টায় বিভাগীয় কমিশনের সম্মেলনকক্ষে গিয়ে দেখা যায়, প্রতীক নিতে ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন এসে উপস্থিত হয়েছেন।

এরপর এসে উপস্থিত হন ঢাকা-৪ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন স্বপন।

আওলাদ হোসেন জানান, তিনি ট্রাক প্রতীক চাইবেন। আর মনির হোসেন স্বপন জানান, তিনি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

আজ ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ এই ১৫টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

ঢাকা-৪ আসনে ৯ জন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে দুজন স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন (ট্রাক), মো. মনির হোসেন স্বপন (ঈগল) প্রতীক পেয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের সানজিদা খানম (নৌকা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ইয়াসিন হোসেন (হাতঘড়ি), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সালেহ আহমেদ সোহেল (ছড়ি), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), ইসলামি ঐক্য জোটের শাহ আলম (মিনার) প্রতীক পেয়েছেন।

ঢাকা-৫ আসনে ১২ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র দুই প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক),

মো. কামরুল হাসান (ঈগল) প্রতীক পেয়েছেন। লটারির মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের হারুনুর রশিদ মুন্না (নৌকা), ইসলামিক ঐক্য ফ্রন্টের আবু জাফর মো. হাবিবুল্লাহ (চেয়ার), ন্যাশনালিস্ট ঐক্য ফ্রন্টের এস এম লিটন (টেলিভিশন), তৃণমূল বিএনপির মো. আবু হানিফ (সোনালী আঁশ), ইসলামি ঐক্য জোটের আব্দুল কায়ুম ( মিনার), ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান (আম), বাংলাদেশ সুপ্রীম পার্টির মোশাররফ হোসেন মিয়া (একতারা), বাংলাদেশ কংগ্রেসের সাইফুল আলম (ডাব), জাতীয় পার্টির মো. সারওয়ার খান (কাঁঠাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন (ছড়ি) প্রতীক পেয়েছেন।

- Advertisement -spot_img

সর্বশেষ