দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের সংসদীয় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
১৮ ডিসেম্বর, সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুইবারের নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি, ‘ঈগল’ প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।