Google search engine

বাঁশখালীতে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২

চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির ঈগল প্রতীকের সমর্থকরা উপজেলা পরিষদের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে মিছিল নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানরত মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থকরা স্লোগান দিয়ে কার্যালয় থেকে বের হওয়াতে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রধান সড়কের উপর এই ঘটনা ঘটে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অনিক বড়ুয়া বলেন, আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনই বাড়ি চলে গেছেন।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ বলেন, দুই প্রার্থীর অফিস খুব কাছাকাছি। রাস্তার এপার-ওপার। স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির অফিস তার মালিকানাধীন মার্কেটে। দুই পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দেওয়ায় এ ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, আমরা মাত্র ৫ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। শুনেছি দুইজন আহত হয়েছেন। তবে তাদের সুনির্দিষ্ট নাম-ঠিকানা আমাদের কাছে এখনও আসেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

- Advertisement -spot_img

সর্বশেষ